অভিষেককে বাধা ভোলেনি ঠাকুরনগর, শান্তনুর বুথেই হার বিজেপির

0
3

ঠাকুরনগর যে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) পাশে নেই তা বুঝিয়ে দিল পঞ্চায়েত ভোট। তাঁর বুথেই হার বিজেপির। জয়ী ঘাসফুল। নবজোয়ার যাত্রায় মতুয়ার ঠাকুরবাড়িতে গিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কিন্তু তার আগে সেই জায়গায় চূড়ান্ত অশান্তি করেন শান্তনু ঠাকুর ও তাঁর অনুগামীরা। ন্যাক্কারজনক ভাবে অভিষেককে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। যদিও মতুয়া সমাজ এবং ঠাকুরবাড়ির সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে পুজো দেন, বড় মা বীণাপানি দেবীর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তবে, তৃণমূল সাংসদের সঙ্গে এই দুর্ব্যবহার ভালো চোখে নেয়নি এলাকাবাসী। জবাব দিয়েছেন তাঁরা। নিজের বুথেই হার হয়েছে শান্তনুর দলের।

ঠাকুরবাড়ির আরেক সদস্য প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর আগেই জানিয়েছিলেন, শান্তনু ঠাকুরের পিছনে মতুয়া সমাজের সমর্থন নেই। এনআরসি-সহ বিভিন্ন ইস্যুতে BJP-র পক্ষে থাকায় শান্তনুর উপর ক্ষুব্ধ মতুয়ারা। তার উপর অভিষেককে বাধা দেওয়া মোটেই ভালো চোখে নেয়নি তারা। তারই প্রতিফলন দেখা গেল পঞ্চায়েতের নির্বাচনে। স্থানীয় তৃণমূল নেতাদের মতে এটা লোকসভা ভোটের ফলের ট্রেলার।

আরও পড়ুন- বৈঠকে বরফ গলল! ন্যাটোয় যোগ দিতে পারবে সুইডেন, আপত্তি নেই তুরস্কের