চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। বিশ্বকাপের ৫ টি ম্যাচ হতে চলেছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সেও। আর সোমবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আসন্ন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জন্য ইডেন গার্ডেন্সে হতে চলা ম্যাচগুলির টিকিটের দাম ঘোষণা করেন।
মোট ৫টি ম্যাচ আয়োজিত হবে ইডেনে। যার মধ্যে রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ও সেমি ফাইনাল ম্যাচ। এই দুই ম্যাচের টিকিটের দাম সব থেকে বেশি ধার্য করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচের টিকিট সব থেকে কম ধার্য করা হয়েছে। এছাড়া ইংল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচগুলির দাম আলাদা। সর্বসাধারণের কথা ভেবেই টিকিটের দাম করা হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক কোন ম্যাচের টিকিটের কত দাম
বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ১ :
আপার টিয়ার -৬৫০টাকা
ডি ও এইচ ব্লক -১০০০ টাকা
বি, সি, কে এবং এল ব্লক -১৫০০ টাকা
ইংল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ ম্যাচ :
আপার টিয়ার -৮০০ টাকা
ডি ও এইচ ব্লক -১২০০
সি ও কে ব্লক -২০০০ টাকা
বি ও এল ব্লক-২২০০ টাকা
ভারত-দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনাল ম্যাচ :
আপার টিয়ার -৯০০ টাকা
ডি ও এইচ ব্লক -১৫০০ টাকা
সি ও কে ব্লক -২৫০০ টাকা
বি ও এল ব্লক-৩০০০ টাকা
আরও পড়ুন:মেসির ছবি আঁকছেন বেকহ্যাম, লিওকে স্বাগত জানাতে তৈরি মায়ামি