একনাগাড়ে তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ।নদীর জলস্তর বাড়ায় ফুঁসছে তিস্তা।ধস নেমে বন্ধ বহু রাস্তা। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। উত্তরে বৃষ্টি আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা নেই। উল্টে অস্বস্তিজনক গরমে নাজেহাল কলকাতাবাসী।কবে দেখা মিলবে বৃষ্টির?

আরও পড়ুন:“তাজা হাওয়া খেতে” সোম সন্ধ্যায় শাহী সাক্ষাতে যেতে পারেন আনন্দ বোস

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনও ভারী বৃষ্টির কোনও আশা নেই দক্ষিণবঙ্গে। এমনকী তাপমাত্রারও কোনও হেরফের হবে না। বুধ-বৃহস্পতিবার অবধি আবহাওয়ার এমন পরিস্থিতি থাকবে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে।
তবে , সোমবার বিকেলের পর থেকে ফের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে এবং সংলগ্ন কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে। মঙ্গল এবং বুধবার ঝমঝমিয়ে বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।














































































































































