রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টিতেই পুনর্নির্বাচন শুরু

0
3

রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টিতেই পুনর্নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আজ সোমবার , সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে রাজ্যে আবার ভোট হবে ৬৯৬টি বুথে।

শনিবার পঞ্চায়েত ভোটের পর রবিবার ছিল স্ক্রুটিনির দিন। কোন কোন বুথে যথাযথ ভাবে ভোট হয়নি তা দেখে আবার সেখানে ভোট করানোর দরকার আছে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রবিবার বিভিন্ন জেলা থেকে সেই সংক্রান্ত আসতে বেশ দেরিই হয় কমিশনের কাছে। রাত ৯টা নাগাদ প্রায় ১৭টি জেলার তথ্য হাতে এলেও বাকি ছিল কোচবিহার এবং উত্তর দিনাজপুর। সাড়ে ৯টা নাগাদ সেই তথ্য আসে। কমিশনের তরফেও পুনর্নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে জানানো হয় দার্জিলিং, কালিম্পং এবং ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের বাকি ১৯টি জেলার ৬৯৬টি বুথে ভোট গ্রহণ হবে।
এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বুথে পুনর্নির্বাচন হবে মুর্শিদাবাদে। ভোটের দিন যে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তার মধ্যে চার জনেরই মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। সোমবার এই জেলারই সবচেয়ে বেশি বুথে আবার ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পুনর্নির্বাচনের বুথের সংখ্যার নিরিখে মুর্শিদাবাদের পরেই রয়েছে মালদহ।
রবিবার বিকেলেই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, পুনর্নির্বাচন হলে, তা সোমবারই হবে। আর তা হবে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে। প্রতি বুথে হাফ সেকশন বাহিনী থাকবে। রাজ্যের কাছে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর অভাব নেই। পরে, বিএসএফ বাহিনীর সংখ্যা আরও বাড়িয়েছে। তারা জানিয়েছে, প্রতি বুথে হাফ সেকশন বাহিনীর বদলে এক সেকশন অর্থাৎ আট জন জওয়ান মোতায়েন থাকবে।