পুলিশের ফেসবুক পেজ হ্যাক, উদ্ধার তিন দিন পর

0
3

বিধাননগর সিটি পুলিশের হ্যাক হওয়া ফেসবুক পেজ উদ্ধার হলো প্রায় তিন দিন পরে। শুক্রবার পেজটি হ্যাক করেছিল সাইবার প্রতারকরা। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ পেজটি রিকভার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি লিঙ্কে ক্লিক করতেই সাইবার অপরাধীদের কন্ট্রোলে চলে যায় পেজটি। যদিও বিধাননগর সিটি পুলিশের দাবি, ভাইরাস হানার জন্যই পেজটি কম্প্রোমাইজড হয়ে গিয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষের তরফে কোনও পেজের অ্যাডমিনের কাছে যে ভাবে লিঙ্ক পাঠিয়ে ইউজার নেম এবং সেশন আইডি চাওয়া হয়, ঠিক তেমনই একটি লিঙ্ক আসে গত শুক্রবার। বিধাননগর সিটি পুলিশের ফেসবুক পেজ যাঁরা দেখভাল করেন, তাঁদের মধ্যে কেউ ওই লিঙ্কে ক্লিক করেন। এর পর ইউজার নেম এবং সেশন আইডি-ও দিয়ে দেন তিনি। এতে সাইবার অপরাধীরা ফেসবুক পেজটির কন্ট্রোল নিয়ে নেয়। এর পরে অ্যাডমিনদের ডিলিট করে দেওয়া হয়-এমনটাই পুলিশ সূত্রে দাবি। প্রোফাইল পিকচারে দেওয়া হয় জাতীয় পতাকার ছবি।এতেই পুলিশকর্মীদের বুঝে যান, পেজটি হ্যাক করা হয়েছে।

এর পর সাইবার বিশেষজ্ঞদের দ্বারস্থ হন পুলিশকর্তারা।যদিও হ্যাকারদের কবলে পড়ার বিষয়টি মানতে চাননি বিধাননগর সিটি পুলিশ।তাদের বক্তব্য, অনবরত ভাইরাস অ্যাটাকের কারণে কম্প্রোমাইজড হয় পেজটি।শেষ পর্যন্ত ফেসবুক অথরিটির সাহায্যে পেজটি রিস্টোর করা হয়।যদিও বিষয়টিকে মোটেই হালকাভাবে নিচ্ছেন পুলিশ কর্তারা।