মুর্শিদাবাদের রানিনগরের পর এবার জঙ্গিপুরে মৃত্যু আরও এক তৃণমূল কর্মীর। পঞ্চায়েত নির্বাচনের দিন, শনিবার কংগ্রেসের কর্মী-সমর্থকদের অত্যাচারে গুরুতর জখম হয়েছিলেন মুর্শিদাবাদের তৃণমূল কর্মী।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার সেখানেই মৃত্যু হল তাঁর। মৃতের নাম মইদুল শেখ। তিনি জঙ্গিপুর এলাকার বাজিতপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন:পুনর্নির্বাচনেও বিরোধীদের স.ন্ত্রাস! ডোমজুড়ে তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙ.চুর, পশ্চিম বর্ধমানে কর্মীদের উপর অত্যা.চার
শনিবার ভোটকেন্দ্রে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে কংগ্রেস ও সিপিএম কর্মীদের সঙ্গে প্রথমে বচসায় জড়ান মইদুল ও তৃণমূলের আরও কয়েকজন।বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়।তৃণমূল কর্মীদের উপর বাঁশ, লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায় বাম-কংগ্রেস কর্মী-সমর্থকরা। তৃণমূলের দাবি, সেই ঘটনায় তাদের ন’জন কর্মী গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে মইদুল এবং সাইদুর রহমানের অবস্থা আশঙ্কজনক হওয়ায় পরে তাঁদের স্থানান্তরিত করা হয় কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় মইদুলের। এখনও চিকিৎসাধীন সাইদুর।
রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখারুজ্জামান বলেন, ‘‘কংগ্রেসের দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের উপরে নির্মম অত্যাচার চালায়। গুরুতর জখম মইদুল এবং সাইদুরকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখানে মইদুলের মৃত্যু হয়েছে। সইদুরের অবস্থাও ভাল নয়।’’
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.