উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, এদিকে তীব্র গরম দক্ষিণের জেলাগুলিতে। ভোটের লাইনে ভোট দিতে গিয়ে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন ৫৫ বছরের এক প্রৌঢ়।তাঁর চোখে মুখে জল দেওয়া হলেও সেখানেই তাঁর মৃত্যু হয়। পুনর্নির্বাচনের দিনে ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের ১৬ নম্বর বুথে।

আরও পড়ুনঃপুনর্নির্বাচনের আগের রাতে রানিনগরে তৃণমূল কর্মীর মৃ.ত্যু

বছর পঞ্চান্নর নবদ্বীপ হালদার নামে ওই ভোটার নদিয়ার তেহট্টের সিসা হালদারপাড়ার বাসিন্দা। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ভোট দিতে যান তিনি। ভোটারদের লাইনে দাঁড়িয়ে নবদ্বীপবাবু অসুস্থ হয়ে পড়েন। আচমকাই জ্ঞান হারান তিনি। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকের প্রাথমিক অনুমান, তীব্র গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।














































































































































