আসন্ন মরশুমে শক্তিশালী দল গড়তে একের পর এক চমক দিয়েই চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার ভারতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলিকে সই করায় সবুজ মেরুন। কিছুদিন আগেই জাতীয় দলের হয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপ এবং সাফ কাপ জিতেছেন আনোয়ার। আর এবার তিনি আসন্ন মরশুমে খেলবেন মোহনবাগানের জার্সিতে। আর আনোয়ার দলে যোগ দেওয়ায় খুশি বাগান কোচ জুয়ান ফেরান্দো। বললেন, আনোয়ারের ফুটবল খেলার ধরন ওর খেলার দর্শন একেবারেই আমার মতো।
আনোয়ার নিয়ে জুয়ান বলেন,” আনোয়ারের ফুটবল খেলার ধরন ওর খেলার দর্শন একেবারেই আমার মতো। আনোয়ার হল সেন্ট্রাল ব্যাকের নির্ভরযোগ্য একজন ফুটবলার। এছাড়াও আনোয়ারের মধ্যে আক্রমণাত্মক একটা মনোভাব রয়েছে। সেটপিসের সময়ে সে আক্রমণের জন্য এগিয়ে যায় এবং দারুণ অ্যাসিস্ট করতে পারেন। আনোয়ার হলেন আমার দলের জন্য উপযুক্ত একজন ফুটবলার।”
এদিকে আনোয়ারও উচ্ছ্বসিত বাগানে যোগ দিয়ে। তিনি বলেন,” কলকাতায় খেলার স্বপ্ন সব ফুটবলারদের কাছেই থাকে। ছোটবেলা থেকেই সেই স্বপ্ন দেখতাম। আর মোহনবাগান তো ফুটবল মাঠে দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব। কিংবদন্তি ফুটবলাররা খেলে গিয়েছেন এই ক্লাবে। কত গৌরব, কত ঐতিহ্য রয়েছে এই ক্লাবের, সেই সব ভেবেই রোমাঞ্চিত হচ্ছি। আমি জীবনে প্রথম কলকাতা ডার্বি খেলব। যা আমার দীর্ঘদিনের স্বপ্ন। ডার্বি জিতে মোহনবাগান সমর্থকদের আবেগ ও উচ্ছ্বাসকে সম্মান জানাতে চাই। আমি জাতীয় দলের জার্সিতে কাপ জিতলেও কখনও আইএসএল চ্যাম্পিয়ন হয়নি। আইএসএল ট্রফিটা ছোঁয়ার জন্যই এই দলে আসা। ”
আরও পড়ুন:কানাডা ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য