কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্ট্রং রুমে ঢোকার অ.ভিযোগ, বিজেপি নেতার বি.রুদ্ধে প্র.তিবাদ তৃণমূলের

0
2

গ্রাম বাংলা থাকবে কার দখলে? উত্তর মিলবে আর কয়েক ঘণ্টা পর থেকেই। আগামিকাল সকাল আটটা থেকেই মিলবে ফলাফল। সেই ভোট গণনার আগের রাতে দিনহাটায় ১ নম্বর ব্লকে দিনহাটা হাই স্কুলে স্ট্রংরুমের সামনে তুমুল উত্তেজনা! কেন্দ্রীয় বাহিনী নিয়ে জোর করে স্ট্রং রুমে ঢোকার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে তৃণমূল। কিন্তু কীভাবে স্ট্রং রুমের মধ্যে ঢুকে পড়লেন এই বিজেপি নেতা?

স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে ৮টা নাগাদ দিনহাটা হাই স্কুলের সামনে এই ঘটনার সূত্রপাত হয়। ওই স্কুলেই করা হয়েছে ডিসিআরসি সেন্টার। পুননির্বাচনের ব্যালট বাক্স সেখানে নিয়ে যাওয়ার সময় বিজেপি নেতা তথা দিনহাটার বিজেপির মণ্ডল সভাপতি অজয় রায় দলের নেতারা ডিসিআরসিতে ঢুকে পড়েন বলে অভিযোগ। প্রতিবাদ করে তৃণমূল। ঘটনাস্থলে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। মন্ত্রীর অভিযোগ, নিয়ম ভেঙে রাত সাড়ে আটটা নাগাদ বিজেপি নেতা অজয় রায় স্ট্রং রুমের ভেতরে ঢুকে যান। তাদের ভোট কারচুপি করার উদ্দেশ্য ছিল। পাশাপাশি বিজেপি নেতা অজয় রায় ও বিজেপি কর্মীরা স্ট্রং রুমের বাইরে তৃণমূল কর্মীদের উদ্দেশে কুরুচিকরর মন্তব্য করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল।

দিনহাটার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করছে বিজেপি। যাদের কাজ পাহারা দেওয়া সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্ট্রং রুমে ঢুকে ব্যালট প্রভাবিত করার চেষ্টা করেছে বিজেপি নেতা অজয় রায়। বিজেপি হারবে জেনে বাইরের লোক নিয়ে এসে এইসব গণ্ডোগোল করার চেষ্টা করছে। আমরা অবিলম্বে এই ঘটনায় সকলের দৃষ্টি আকর্ষণ করছি ও এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোট নিয়ে ফের ‘বেসুরো’ শুভাপ্রসন্ন, চুলকানির মলম লাগানোর পরামর্শ কুণালের!