অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) মারাত্মক অভিযোগ আনলেন রণবীর কাপুরের (Ranbir Kapoor)-এর নতুন ছবি অ্যানিম্যাল (Animal)-এর বিরুদ্ধে। দুই ছবির পোস্টার দেখে পরিষ্কার মনে হচ্ছে দুজনের দেহ এক, শুধু যেন মুখটাই পাল্টাপাল্টি করে দেওয়া হয়েছে। ঘটনাটা ঠিক কী? একটি জাতীয় অ্যাওয়ার্ড সংস্থার সোশ্যাল মিডিয়ার পাতা থেকে সম্প্রতি শেয়ার করে নেওয়া হয়েছে কয়েকটি পোস্টার। যেখানে কোন কোন সিনেমা এবার বাজার কাঁপাতে চলেছে সেই সম্পর্কিত ঝলক দেওয়া ছিল। আর সেখানেই বলিউড ছবি অ্যানিম্যাল (Animal)-এর পোস্টার প্রকাশ্যে আসছে। যার হুবহু মিল পাওয়া গেছে টলিউডে তথাগতর নতুন ছবি ‘পারিয়া’র পোস্টারের সঙ্গে। তথাগতর দাবি, তাঁর পরবর্তী বাংলা ছবি ‘পারিয়া’র পোস্টারে (film poster) ফটোশপ করে তাতে রণবীর কাপুরের মুখ বসানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই আসল এবং নকল ছবিটি পাশাপাশি পোস্টও করেছেন পরিচালক। সরব অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় নিজেও।
ভুল করে এই পোস্টার নাকি পুরোপুরি টুকলি? তথাগত সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্টার পোস্ট করে লিখেছেন, “ছিল রুমাল হয়ে গেল বেড়াল। বিক্রমের শরীরে রণবীরের মাথা!” একইসঙ্গে ওই এডিট খুবই নিম্নমানের বলেও দাবি করেছেন পরিচালক।
তথাগতর ছবি মুক্তির দিন অবশ্য এখনও জানা যায়নি। কিন্তু তার আগেই এভাবে বাংলার ছবির পোস্টারের টুকলি আর ধরা পড়ে যাওয়ায় অনেকেই বলিউডকে তুলোধনা করছেন। এর আগেও একাধিক বাংলা গান , সুর এমনকি গল্প নকল করেছে বি টাউন কিন্তু এভাবে পোস্টার চুরির ঘটনায় শোরগোল পড়ে গেছে। তথাগত সমাজমাধ্যমের পোস্টে লেখেন, “একটা তথাকথিত অ্যাওয়ার্ড শো-এর সামাজিক মাধ্যমের পাতা থেকে যারা এই বালখিল্যতাটা করেছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। অন্তত ফোটোশপের কাজটা ভাল প্রত্যাশা করেছিলাম।”