বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ভারতের, অর্ধশতরান হরমনপ্রীতের

0
2

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম‍্যাচের টি-২০ সিরিজ জয় দিয়ে শুরু করল ভারতীয় দল। এদিন প্রথম টি-২০ ম‍্যাচে বাংলাদেশকে ৭ উইকেট হারাল হরমনপ্রীত কৌরের দল। ভারতের হয়ে অর্ধশতরান করে ম‍্যাচের সেরা ভারত অধিনায়ক।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয় সর্বোচ্চ ২৮ রান করেন শর্না আকটের। ২৩ রান করেন সোভানা। ভারতের হয়ে একটি করে উইকেট নেন পুজা বস্ত্রকার, মিন্নু মানি এবং শেফালি ভর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারতীয় দল। সৌজন্যে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৫৪ রানে অপরাজিত তিনি। ৩৮ রান করেন স্মৃতি মান্ধনা। শূন‍্য রানে আউট হন শেফালি ভর্মা। ৯ রানে অপরাজিত যস্তিকা ভাটিয়া। বাংলাদেশের হয়ে দুই উইকেট নেন শুলতানা খাতুন। একটি উইকেট নেন মারুফা।

আরও পড়ুন:কানাডা ওপেনের ফাইনালে লক্ষ‍্য, ব‍্যর্থ সিন্ধু