চার রাজ্যে ভোটের রণকৌশল ঠিক করার লক্ষ্যে হায়দরাবাদে বৈঠকে ১১ রাজ্যের বিজেপি সভাপতি

0
2

চলতি বছরের শেষেই মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং রাজস্থানে বিধানসভা নির্বাচন। এ ছাড়াও এই বছরই নির্বাচন হওয়ার কথা উত্তর-পূর্বের রাজ্য মিজোরামে।এরই পাশাপাশি বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে ভোটমুখী রাজ্যগুলিতে দলীয় নেতৃত্বকে ঢেলে সাজাতে চাইছে বিজেপি।সঙ্গে যোগ হয়েছে কর্নাটকের সাম্প্রতিক ফলাফল। চার রাজ্যে ভোটের আগে দলের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবার হায়দরাবাদে এই বৈঠকে সভাপতিত্ব করবেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১১টি রাজ্যের বিজেপি সভাপতি বৈঠকে যোগ দেবেন। মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখার পাশাপাশি রাজস্থান এবং ছত্তীসগঢ়ে ক্ষমতা ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী বিজেপি। তেলঙ্গানাতেও প্রথম বারের জন্য ক্ষমতায় আসার জন্য ঝাঁপাতে চাইছে তারা। কর্নাটকে গদিচ্যুত হওয়ার পর দক্ষিণের আর কোনও রাজ্যেই ক্ষমতায় নেই বিজেপি।

তেলঙ্গানায় দলের অভ্যন্তরীণ কোন্দলের কথা সমাথায় রেখে, সম্প্রতি সে রাজ্যের সভাপতি বদল করা হয়েছে। ‘বিতর্কিত’ সভাপতি বান্দি সঞ্জয়কে সরিয়ে ওই পদে আনা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জি কিসান রেড্ডিকে।আসলে বিধানসভা ভোট এবং লোকসভা ভোটের আগে বৃহত্তর কৌশলের কথা মাথায় রেখেই এই রদবদল করেছে বিজেপি।

অন্য দিকে, লোকসভা ভোটের আগে শেষ বারের জন্য মন্ত্রিসভায় রদবদল করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। ২০ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগেই এই রদবদলের কথা ঘোষণা করা হতে পারে।আজকের বৈঠকে কোন রণকৌশল নেয় বিজেপি সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।