মান বাঁচাতে মহাদেবের শরণাপন্ন হলেন অক্ষয় কুমার!

0
1

বক্স অফিসে কিছুতেই আর খিলাড়ির (Khiladi Magic) ম্যাজিক চলছে না। একের পর এক সিনেমা মুক্তি পেলেও হিটের দেখা নেই। তাই কি মহাদেবের শরণাপন্ন হতে হচ্ছে বলি অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar)? ‘বচ্চন পাণ্ডে’ রূপে ফ্লপ, ‘বেল বটম’ পরে লাভ হয়নি। ‘পৃথ্বীরাজ’ সেজে ‘সেলফি’ তুলেও হল না। তাই এবার মহাদেব হতে চলেছেন অভিনেতা। মুক্তি পেতে চলেছে ‘OMG 2’। এই সিনেমায় শিব হয়ে দর্শকের কাছে আসবেন অক্ষয়।

আজ থেকে ১১ বছর আগে মুক্তি পেয়েছিল ‘ও মাই গড’, সেখানে শ্রীকৃষ্ণ হয়েছিলেন অক্ষয়। এবার সিক্যুয়েলে শিব হিসেবে দেখা যাবে তাঁকে। আগের ছবিতে পরেশ রাওয়ালের ছিলেন নতুন ছবিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। আগামী ১১ জুলাই মুক্তি পাবে এই ছবির টিজার। তবে এখানে বড় চমক হচ্ছে ছোটপর্দার রামায়ণের রাম ওরফে অরুণ গোভিল। এবারও তিনি ‘রাম’। ইয়ামি গৌতম ও গোবিন্দ নামদেবও রয়েছেন এই ছবিতে। মহাদেব কি ভাগ্য ফেরাবেন অক্ষয়ের, এখন সেটাই দেখার।