কবে ইন্টার মিয়ামির হয়ে আত্মপ্রকাশ মেসির? এল বড় আপডেট

0
2

পিএসজি ছেড়ে সদ‍্য যোগ দিয়েছেন ইন্টার মিয়ামিতে। ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই প্রশ্ন ওঠে কবে ইন্টার মিয়ামির জার্সিতে আত্মপ্রকাশ করবেন আর্জেন্তাইন সুপারস্টার। আর এবার উঠে এর বড় আপডেট। আমেরিকার একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১৬ জুলাই আনুষ্ঠানিক ভাবে ইন্টার মিয়ামির নতুন ফুটবলার হিসাবে সমর্থকদের সামনে মেসিকে আনতে চলেছে ইন্টার মিয়ামি কতৃপক্ষ।

রিপোর্ট অনুযায়ী, ইন্টার মিয়ামির হয়ে আত্মপ্রকাশের দিন জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ইন্টার মিয়ামি। জানা যাচ্ছে, তবে শুধু মেসি একা নন, খবর অনুযায়ী, মেসির পাশাপাশি তাঁর দুই প্রাক্তন বার্সেলোনা সতির্থ সার্জিও বুস্কেতস এবং জর্ডি আলবার আত্মপ্রকাশও একই সঙ্গে হতে চলেছে। এছাড়াও জানা যাচ্ছে যে, ২১ জুলাই ক্রুজ আজুলের বিরুদ্ধে এমএলএস-এর প্রথম ম্যাচে নামতে চলেছেন মেসি।

আরও পড়ুন:মরশুমের প্রথম ডার্বি নিয়ে জট, দিন বদলের আবেদন বাগানের : সূত্র