বেলডাঙায় বিরোধী মদতপুষ্ট দু.ষ্কৃতীদের হাতে খু,ন তৃণমূলকর্মী

0
1

রাত পোহালেই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। তার আগের দিন রাতে বিরোধী মদতপুষ্ট দুষ্কৃতীদের হাতে খুন হলেন বেলডাঙা থানার কাপাস ডাঙা এলাকার তৃণমুল কর্মী বাবর আলী। জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় কাপাস ডাঙা গ্রামের ষষ্টিতলা এলাকার নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন বাবর আলী। হঠাৎ কয়েকজন দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয় ও ওই তৃণমূলকর্মীকে হাসুয়া দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বাবর। পরিবারের লোক তাকে উদ্ধার করে প্রথমে বেলডাঙ্গা ব্লক হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শুক্রবার রাত্রি সাড়ে দশটা নাগাদ হাসপাতাতে প্রাণ হারান ওই তৃণমূলকর্মী। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে বলে অভিযোগ শাসক দলের।

অন্যদিকে ভোটের আগের রাতে দিনহাটায় গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী। অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে কংগ্রেস। যদিও কংগ্রেসের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

আরও পড়ুন- পঞ্চায়েতে ভোট উৎসবের কাউন্টডাউন শুরু! প্রস্তুত কমিশন, সতর্ক পুলিশ