কলকাতায় মৃ.ত্যু আউশগ্রামে আহ.ত সিপিআইএম কর্মীর

0
2

পূর্ব বর্ধমানের আউশগ্রামে (Aushgram) শুক্রবারই রাজনৈতিক সংঘর্ষে জখম হয়েছিলেন সিপিআইএম (CPIM) কর্মী রাজিবুল হক। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে তাঁকে কলকাতা (Kolkata) NRS হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শনিবার, সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।

শুক্রবার নম্বর ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে স্থানীয়দের সংঘর্ষে আহত হন রাজিবুল হক। তাঁর বাড়ি বিষ্ণুপুরের ডাঙাপাড়ায়। পরিবারের তরফে খবর, শুক্রবার সন্ধেয় বুথ ভোটকর্মী পৌঁছতেই সেখানে উপস্থিত হয়ে চোটপাঠ শুরু করেন রাজিবুল। অভিযোগ, সেই সময় স্থানীয়রা তাঁকে বাধা দিয়ে হাতাহাতি বেধে যায়। লাঠি-রড দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তাঁর ভাই আজাহারউদ্দিনের।

রাজিবুলকে উদ্ধার করে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে পরিস্থিতির অবনতি হলে, রাতেই তাঁকে কলকাতার এনআরএস হাসপাতালে রেফার করা হয়। সেখানেই এদিন সকালে তাঁর মৃত্যু হয়। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলছে টহল।