এক ঝলক দেখলে বোঝা মুশকিল। ইনি তো অবিকল বিশ্বকবি (Rabindranath Tagore)। দু একবার চোখ কচলে নিয়ে ফের দেখুন তো , চেনা গেল? ঠিক ধরেছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher) রবি ঠাকুরের বেশে। যদিও কোন ছবির জন্য এই লুক তা কিন্তু অভিনেতার (Actor) পোস্টে পরিষ্কার নয়।

মাস খানেক আগে শান্তিনিকেতনে (Santineketan) দেখা যায় অনুপমকে। সেখানে বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের সঙ্গে রবীন্দ্রসংগীত গেয়েছিলেন তিনি। তখনই ছবির খানিকটা ইঙ্গিত মিলেছিল। এবার অভিনেতার সমাজমাধ্যম (Social media)পোস্ট দেখে হিসেব মিলিয়ে ফেললেন অনুরাগীরা। ভিডিওতে দেখা গিয়েছে, একেবারে রবিঠাকুরের মতো পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন অনুপম। পাকা চুল, পাকা দাড়িতে ভীষণ মানানসই। ক্যাপশনে তিনি লেখেন, ‘এটা আমার ৫৩৮ তম প্রকল্প। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত।’ তবে কী ছবি বা কবে মুক্তি তা নিয়ে জল্পনা শুরু বি টাউনে।









































































































































