সব বুথে নয়, শুধুমাত্র স্পর্শকাতর বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী!

0
1

পঞ্চায়েত নির্বাচনে বুথে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সমান অনুপাতে দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। অর্থাৎ একটি বুথে একজন রাজ্য পুলিশ থাকলে কেন্দ্রীয় বাহিনীর একজন রক্ষীকেও রাখতে হবে। পুরো বিষয়টি কীভাবে করা হবে হাই কোর্ট তা দেখার দায়িত্ব দিয়েছে বিএসএফ আইজি-কে।সেই নির্দেশ মেনে বাহিনী মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনকে নয়া প্রস্তাব পাঠালেন বিএসএফের আইজি এবং কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর।কিন্তু সেখানে দেখা যাচ্ছে, সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। মূলত স্পর্শকাতর বুথ গুলিতেই রাখা হচ্ছে। কারণ বিএসএফ আইজির ফর্মুলা অনুযায়ী সব বুথে দেওয়ার মতো পর্যাপ্ত বাহিনী হাতে নেই।

আরও পড়ুনঃঝোপের মধ্যে থেকে উদ্ধার তাজা বো.মা! চা.ঞ্চল্য ছড়াল বীরভূমে

প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনীর সেকশন অনুযায়ী মোতায়েন করা হয়। এক সেকশন মানে কমপক্ষে ৮ জন। কিন্তু ভোটের সময় ওই সেকশন ভাঙতে হয়। তবে তা কমপক্ষে হাফ সেকশন অর্থাৎ ৪ জন। তার নীচে কোনওভাবে মোতায়েন সম্ভব নয়। এ বিষয়ে কমিশনকেও জানিয়ে দিয়েছিল বিএসএফ। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রককেও চিঠি পাঠিয়েছিল বিএসএফ। তারপরেই দেখা যাচ্ছে বিএসএফ কমিশনকে জানিয়ে দিল মোতায়েন প্ল্যান।
প্ল্যানে দেখা যাচ্ছে –

১)একটি ও সর্বাধিক দুটো বুথ আছে যে প্রেমিসেসে, সেখানে হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
২)৩ থেকে ৪টি বুথ রয়েছে যেখানে, সেখানে মোতায়েন থাকবে ১ সেকশন কেন্দ্রীয় বাহিনী।
৩)৫ থেকে ৬টি বুথ রয়েছে যেখানে, সেখানে ১.৫ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী।
৪)৭ ও তার থেকে বেশি বুথ রয়েছে এমন প্রেমিসেসে থাকবে ২ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী।এবং প্রতি স্ট্রং রুমের জন্য ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।