গোষ্ঠীসংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল মণিপুর (Manipur)। জানা গিয়েছে, লাগাতার অশান্তির জেরে গত কয়েক মাস পর বুধবার খুলেছিল স্কুল। আর স্কুল খোলার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বৃহস্পতিবার স্কুলের বাইরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। পশ্চিম ইম্ফলের (West Imphal) ঘটনা। এদিন একটি স্কুলের বাইরে এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তবে ওই মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তবে গত দু’মাস ধরে লাগাতার অশান্তির জেরে উত্তপ্ত মণিপুর। আর সেই গোষ্ঠীসংঘর্ষের জেরে বহু মানুষের প্রাণ গিয়েছে বলে অভিযোগ।
এদিকে বৃহস্পতিবারই জাতিগত হিংসায় বিধ্বস্ত মণিপুরে ঘনঘন ইন্টারনেট সংযোগ (Internet Connection) বন্ধ করার বিরোধিতা করে দায়ের হওয়া আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। তবে আবেদন খারিজ করলেও আবেদনকারীদের হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পথ খোলাই রেখেছে দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি উঠলে বিচারপতিরা জানান, এই সংক্রান্ত একটি মামলার শুনানি মণিপুর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে। পাশাপাশি রাজ্যে ইন্টারনেট পরিষেবা কত দ্রুত স্বাভাবিক করা যায় তা নিয়ে হাইকোর্ট একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে। তবে এদিন সুপ্রিম কোর্ট সাফ জানায়, এই পরিস্থিতিতে নতুন করে মামলা শোনার কোনও প্রয়োজন নেই।
আবেদনে আরও বলা হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনা সংবিধান প্রদত্ত মতপ্রকাশের অধিকারের পরিপন্থী। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। তবে হাই কোর্টের মামলায় যাতে আবেদনকারীরা অংশ হতে পারেন, সে ব্যাপারে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, বিজেপি শাসিত মণিপুরে অশান্তি নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। সে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে বেশ কয়েকটি বিরোধী দল। পাশাপাশি মণিপুর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন সেই প্রশ্নও তুলেছে বিরোধীরা।