দমদম থেকে উদ্ধার ১ কোটি ৩৬ লক্ষ টাকার সোনা! গ্রে.ফতার ২ পাচারকারী

0
2

ফের শহর থেকে সোনা উদ্ধার! বৃহস্পতিবার দমদম এলাকায় তল্লাশি চালিয়ে এক কোটি ৩৬ লক্ষ টাকার সোনা উদ্ধার করল কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজ‌্যান্স।গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকেও।তাঁদের জেরা করা হচ্ছে।

আরও পড়ুনঃএমবাপের চিঠির পাল্টা পিএসজির, কী বললেন ক্লাব সভাপতি?

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম কানহাইয়া কুমার ও মায়াঙ্ক নিগম। তাদের মধ্যে মায়াঙ্ক ভাড়া থাকত উত্তর শহরতলির মতিলাল কলোনি এলাকার রাজবাড়িতে। কানহাইয়া কুমার নামে যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা। সেখান থেকেই মঙ্গলবার সে এসে পৌঁছয় মায়াঙ্কের ঠিকানায়। বাংলাদেশ থেকে চোরাপথে সীমান্ত পেরিয়ে সোনা পাচারকারীরা দমদমে নিয়ে এসেছিল বিপুল পরিমাণ সোনার বিস্কুট। সেগুলি কলকাতা থেকে উত্তরপ্রদেশে পাচার করার জন‌্য প্রস্তুতি নিয়েছিল ওই পাচারকারী চক্র।কিন্তু তার আগের গোয়েন্দাদের হাতে তা ধরা পড়ে যায়।
পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হয় কুড়িটি সোনার বিস্কুট। ওই বিস্কুটগুলির ওজন ২ কিলো ৩৩২ গ্রাম ৯৭০ মিলিগ্রাম। সেগুলির দাম ১ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৮৬৯ টাকা। এই পাচারের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।