এমবাপের চিঠির পাল্টা পিএসজির, কী বললেন ক্লাব সভাপতি?

0
3

ক্লাব ছাড়ার কথা জানিয়ে সম্প্রতি পিএসজিকে চিঠি দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। এবার তার পাল্টা দিলেন পিএসজি সভাপতি। বললেন, পিএসজি-তে থাকতে গেলে নতুন চুক্তিতে সই করতেই হবে এমবাপেকে। বিনামূল্যে এমবাপেকে কোনও ভাবেই অন্য কোথাও বিক্রি করবে না পিএসজি।

এই নিয়ে পিএসজি সভাপতি বলেন,”আমার অবস্থান খুব স্পষ্ট। বার বার একই কথা বলতে চাই না। কিলিয়ান যদি থাকতে চায় তা হলে থাকতেই পারে। কিন্তু নতুন চুক্তিতে ওকে সই করতে হবেই। বিশ্বের সেরা ফুটবলারকে কোনও ভাবেই বিনামূল্যে আমরা চলে যেতে দেব না। যদি আজ ওর মন বদলে যায় তার জন্যে আমরা দায়ী নই। কিন্তু সেরা ফুটবলারকে বিনামূল্যে হারাতে চাই না।” আর এতেই স্পষ্ট এমবাপে যদি আগামী মরশুমে থাকতে চান, তাহলেও নতুন চুক্তিতে সই করতে হবে ফরাসি ফুটবলারকে। এবং আগামী মরশুমে অন্য ক্লাবে যোগ দিতে চাইলে, স্বাভাবিক নিয়মেই সেই ক্লাবকে ট্রান্সফার মূল্য দিয়ে এমবাপেকে কিনতে হবে।

লিওনেল মেসি পিএসজি ছাড়ার পরই কিলিয়ান এমবাপে পিএসজি ছাড়া নিয়ে একটি চিঠি লেখেন ক্লাবকে। ২০২৪-এ চুক্তি শেষ হচ্ছে তাঁর। তারপরে কোনও ভাবেই চুক্তি বাড়াতে রাজি নন ফরাসি এই তারকা ফুটবলার।

আরও পড়ুন:সাফ জয়ের পর সমর্থকদের ধন‍্যবাদ জানালেন সুনীল, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা