ঝড়ের গতিতে ছুটছিল যাত্রীবোঝাই বাসটি। গতি কমানোর জন্য যাত্রীরা প্রায় আকুতিমিনতি করছিলেন চালককে। কিন্তু তাঁদের কথা কানেই তোলেননি তিনি। শেষে যা ঘটার তাই ঘটল। পাহাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেল বাসটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় কমপক্ষে ২৭ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন। বুধবার দুর্ঘটনাটি ঘটে মেক্সিকোর দক্ষিণে অবস্থিত ওআক্সাকা শহরে।

আরও পড়ুনঃভোটের দিন কেমন থাকবে গ্রাম বাংলার আবহাওয়া? জানিয়ে দিল হাওয়া অফিস
ইতিমধ্যেই বাসটির যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে বাসের সামনের অংশটি সম্পূর্ণ রূপে ভেঙেচুরে গিয়েছে। গভীর খাদে একদিকে কাত হয়ে পড়ে রয়েছে বাসটি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মেক্সিকোর একটি স্থানীয় পরিবহন সংস্থা ওই বাসটি চালায়। মঙ্গলবার রাতে মেক্সিকো সিটি থেকে ছেড়েছিল বাসটি, যাচ্ছিল স্যান্টিয়াগো দে ইয়োসোনদুয়ায়। বাসে মোট কতজন যাত্রী ছিল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭ জন। তাদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে চিকিৎসার জন্য। আহতদের মধ্যে কমপক্ষে ৬ জনের অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে, বাসের অত্যন্ত দ্রুত গতির কারণেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এরপরই বাসটি পাহাড়ের রাস্তা থেকে ছিটকে ৮০ ফুট গভীর খাদে পড়ে যায়। সরাসরি মুখ থুবড়ে পড়ায়, বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়।














































































































































