আজই SSKM হাসপাতালে অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর হাঁটুতে

0
3

একুশের বিধানসভা নির্বাচনেও বাঁ পায়ে গুরুতর চোট পেয়েছিলেন। সম্প্রতি পঞ্চায়েত ভোটে প্রচার করে কলকাতায় ফেরার পথে কপ্টার বিভ্রাটের পর নামতে গিয়ে ফের বা পায়েই আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃমা বোনদের কেন্দ্রীয় বাহিনীর সামনে রুখে দাঁড়ানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর

এরপর জানা যায়, তাঁর হাঁটুতে জল জমেছে। অস্ত্রোপচারের প্রয়োজন। আজ, বৃহস্পতিবার এসএসকেএম হাসওপাতালে যাবেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে টানা এক সপ্তাহ ফিজিওথেরাপি করে তাঁকে স্থিতিশীল জায়গায় নিয়ে এসেছেন।

মুখ‌্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি সুস্থই আছেন। ডাক্তারদের নির্দেশ মেনেই ভোটের প্রচার বন্ধ করে দিতে হয়েছিল।

জানা গিয়েছে, পাঁচ সদস্যের একটি মেডিক‌্যাল বোর্ড মুখ‌্যমন্ত্রীর চিকিৎসার জন‌্য তৈরি হয়েছে। অধিকর্তা ডা. মণিময় বন্দ্যোপাধ্যায়, ফিজিক‌্যাল মেডিসিন অ‌্যান্ড রিহ‌্যাবিলিটেশন ও হৃদরোগ বিশেষজ্ঞ দুই চিকিৎসক গোটা বিষয়টির মধ্যে রয়েছেন। প্রয়োজনে অর্থোপেডিকের বিভাগীয় প্রধান-সহ দুই চিকিৎসকও থাকছেন।