দমদম থেকে উত্তরপ্রদেশ, কোটি টাকার সোনা পাচা*রের ছক বানচাল!

0
1

দমদমে তল্লাশি চালিয়ে প্রায় ২ কিলো ৩৩২ গ্রাম ৯৭০ মিলিগ্রাম সোনার বিস্কুট উদ্ধার করলেন কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজ‌্যান্সের (Directorate of Revenue Intelligence) গোয়েন্দারা। DRI সূত্রে খবর বাংলাদেশ (Bangladesh) থেকে চোরাপথে সীমান্ত পেরিয়ে সোনা পাচারকারীরা দমদমে বিপুল পরিমাণ সোনার বিস্কুট নিয়ে আসেন। উত্তরপ্রদেশে (UP)তা পাচারের পরিকল্পনা ছিল বলে জানা যাচ্ছে। মঙ্গলবার রাতে ১ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৮৬৯ টাকার সোনা হাত বদলের আগেই তা উদ্ধার করেন DRI-এর গোয়েন্দারা।

গোয়েন্দাদের প্রাথমিক ধারণা ওই সোনা কলকাতা থেকে উত্তরপ্রদেশ হয়ে দিল্লি পাচারের পরিকল্পনা ছিল। দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত কানহাইয়া কুমার উত্তরপ্রদেশের বাসিন্দা এবং মায়াঙ্ক নিগম উত্তর শহরতলির মতিলাল কলোনি এলাকার রাজবাড়িতে ভাড়া থাকতেন বলে জানা যায়। এই সোনা পাচারকারী চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত আছেন তার সন্ধান চালাচ্ছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজ‌্যান্স।