সাফ জয়ের পর সমর্থকদের ধন‍্যবাদ জানালেন সুনীল, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

0
2

মঙ্গলবার কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে সাফ কাপ চ‍্যাম্পিয়ন হয় ভারত। এই জয়ের ফলে এই নিয়ে ৯ বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল টিম ইন্ডিয়া। আর এর পর সমর্থকদের জন‍্য বিরাট বার্তা দিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সমর্থকদের ধন্যবাদ জানালেন তিনি।

সাফ জয়ের পর সোশ্যাল মিডিয়ায় সুনীল বলেন,”আমি সব সময় একটা কথা বলি, আমি পক্ষপাত করিনা কিন্তু প্রীতম, শুভাশীষ, রাহুল, অনিরুদ্ধ থাপা, নিখিল পূজারি, আনোয়ার, আকাশ সবাই মিলে একসঙ্গে খেলেছি তার ফলেই এই জয় এসেছে। সমর্থকদের অসংখ্য ধন্যবাদ।আপনারা সবাই একত্রিত হয়ে আমাদেরকে সমর্থন করছেন।”

ভারতীয় দলে সর্বোচ্চ স্কোরার সুনীল। এই মুহূর্তে দেশের হয়ে ৯২ টি গোল করেছেন তিনি। এই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন,” আমি আপনাদের একটি ছোট গোপন কথা বলি, লেবানন এবং কুয়েতের ম্যাচ গুলি সহজ ছিল না। এই ম্যাচ গুলি আমাদের জন্য কঠিন ছিল। সারা বছর জুড়ে, আমরা মণিপুর থেকে ওড়িশা এবং এখন বেঙ্গালুরুতে খেলেছি। যেখানেই খেলেছি সেখানেই সমর্থকদের বিপুল সমর্থন পেয়েছি।

আরও পড়ুন:আসন্ন মরশুমের জন‍্য সহকারী কোচের নাম ঘোষণা লাল-হলুদের