উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনে বাধ্যতামূলক আধার! জারি নয়া বিজ্ঞপ্তি

0
3

উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary) রেজিস্ট্রেশনেও (Registration) এবার বাধ্যতামূলক করা হচ্ছে আধার নম্বর (Aadhaar Card)। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনই সিদ্ধান্তের কথা জানাল পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ (Higher Education Department)। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী বছর থেকে আধার নম্বর ছাড়া আর কোনওভাবেই দেওয়া যাবে না উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে শিক্ষা দফতর। উচ্চশিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায়ের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই সব ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশনের  ক্ষেত্রে এই নিয়ম চালু করা হচ্ছে।

জানা গিয়েছে, চলতি বছরের ১৬ই অগাস্ট থেকে ১০ই নভেম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের আধার নম্বর সংসদের পোর্টালে অনলাইনে আপডেট করতে হবে। আর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী অর্থাৎ ২০২৫ সালের পরীক্ষার্থীদের আধার নম্বর আপডেট করতে হবে ১৬ অগাস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে।

তবে শিক্ষা দফতর পরিষ্কার জানিয়েছে, নতুন এই পদ্ধতি সম্পর্কে যাতে ছাত্রছাত্রীরা দ্রুত জানতে পারেন, সেই কারণেই আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের বিষয়টি সময়ের অনেক আগেই জানানো হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনও পরীক্ষার্থী যদি রেজিস্ট্রেশনের সময় আধার নম্বর না দেন, তা হলে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এমনকি পরীক্ষায় বসার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে পারে। আর সেকারণেই নয়া বিজ্ঞপ্তি জারি উচ্চশিক্ষা সংসদের।