মা বোনদের কেন্দ্রীয় বাহিনীর সামনে রুখে দাঁড়ানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর

0
3

পঞ্চায়েত নির্বাচনের আগে পায়ে ও কোমরে চোট নিয়ে বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন তৃণমূল সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। অথচ কাউন্টডাউন শুরু হয়ে গেছে পঞ্চায়েত নির্বাচনের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্য পুলিশ, কার নজরদারিতে হবে পঞ্চায়েত নির্বাচন ? উত্তর পেতে জল গড়িয়েছে হাইকোর্টে। এর মাঝেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, “মোতায়েন হলেও কেন্দ্রীয় বাহিনী কাজ করবে রাজ্য পুলিশের অধীনে। এবার এটাই নিয়ম।”

এমনকী এদিন কেন্দ্রীয় বাহিনীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু কেন্দ্রীয় বাহিনী যখন বিজেপি বাহিনী বা সিপিএম বাহিনী হয়ে যায় তখন সেটা শঙ্কার বিষয়। মুখ্যমন্ত্রীর পরামর্শ, কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করলে মা বোনেদের এগিয়ে দিন। মা বোনেরা কেন্দ্রীয় বাহিনীর সামনে রুখে দাঁড়াবে। পিছনে ছেলেরা থাকবে। একদম ধর্ণা দিয়ে বসে পড়বেন। কিন্তু ভোটটা নষ্ট করবেন না।