ভোর রাতে বিমানবন্দরে ‘সুস্থ’ শাহরুখ, ভ্যানিশ ব্যা.ন্ডেজে গুজবের দফারফা!

0
1

মঙ্গলের সকাল থেকে সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে শিরোনামে শুধুই শাহরুখ (Shahrukh Khan)। মন খারাপ ছিল বাদশা অনুরাগীদের। নাকে অপারেশনের খবরে উদ্বেগ প্রকাশ করেছিল সোশ্যাল মিডিয়া। এটাও জানা গেছিল যে আমেরিকাতে শুটিং চলাকালীন আহত কিং খান (SRK) লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) অপারেশনের পর মুম্বইয়ে ফিরে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। কিন্তু বুধবারের সকালেই নয়া চমক। ব্লু সোয়েটশার্ট পরে মুম্বই বিমানবন্দর থেকে গট গট করে হেঁটে বেরিয়ে এলেন সুস্থ শাহরুখ খান। প্রমাণ হয়ে গেল যে গত ২৪ ঘন্টায় পাঠানকে নিয়ে যে যে খবর রটেছিল ” সব ঝুট হ্যায়”।

বিমানবন্দরে আজ শাহরুখকে দেখে নাক তো পরের কথা শরীরে কোথাও কোনও আঘাত লেগেছে বলে বোঝা গেল না। নাকেও কোনও প্লাস্টার বা কিছু নেই। বিমানবন্দরের ছোট ছেলেকে আব্রামকে নিয়ে শাহরুখের সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান (Gauri Khan)। আরিয়ানকেও দেখা গেল মায়ের সঙ্গে। সেই ভিডিও ভাইরাল হতেই স্বস্তির নিশ্বাস ফেলছেন বাদশা ফ্যানেরা।