পাহাড়-জঙ্গলমহলে উস্কা.নি দিয়ে জা.তি-সংঘ.র্ষ বাধানোর চক্রা.ন্ত করছে বিজেপি: মমতা

0
1

মণিপুরের মতো বাংলাতেও জাতি-সংঘর্ষ বাধাতে চাইছে বিজেপি। মঙ্গলবার, বেসরকারি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলে কুড়মি, কোচবিহারে KLO এবং দক্ষিণবঙ্গে মতুয়াদের উস্কানি দিয়ে রাজ্যে অস্থিরতা তৈরির অপচেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন মমতা। পাহাড়ে ভাগাভাগির চক্রান্ত করছে বিজেপি- অভিযোগ তৃণমূল সুপ্রিমোর।

মমতা কটাক্ষ করে বলেন, “ওরা কুড়মিদের এভাবেই উস্কানি দিচ্ছে। যে কুড়মিদের বিক্ষোভ করাচ্ছে সে তো কোটিপতি। ওকে বিজেপিকে কোটি কোটি টাকা দিয়েছে।” মুখ্যমন্ত্রী জানান কর্মীদের অধিকার নিয়ে কেন্দ্রের কাছে যা চিঠি পাঠানোর সেটা তারা পাঠিয়ে দিয়েছেন। কেন্দ্রের বিজেপি সরকার আগ্রহী হলে এতদিনে কর্মীদের দাবি মেনে নিত। কিন্তু জঙ্গলমহলকে অশান্ত করতে কর্মীদের উস্কানি দিচ্ছে বিজেপি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মণিপুরের অশান্তি পুরোটাই পরিকল্পিত৷ আমি মনে করি না এর পিছনে স্থানীয় কেউ রয়েছে৷ মণিপুরের মতো বাংলাতেও জাতি সংঘর্ষ বাঁধাতে চাইছে বিজেপি৷ জীবন সিংকে দিয়ে হুমকি দিচ্ছে৷ কত বড় সাহস৷” মুখ্যমন্ত্রী জানান জীবন সিংহের স্ত্রীর অসুস্থতার সময় পাশে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। তাঁকে স্ত্রীর শেষকৃত্যে উপস্থিত থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, জীবন সিংহের মেয়ের লেখাপড়ার দায়িত্বও নিয়েছে রাজ্য সরকার।

এনআরসি নিয়ে ক্রমাগত মতুয়াদের উপর চাপ সৃষ্টি করছে গেরুয়া শিবির। তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি এনআরসি-র যে হাওয়া তুলেছে৷ এ রাজ্যের কারও নাগরিকের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না বলে আশ্বস্ত করেছেন মমতা৷

দার্জিলিঙে এবার দ্বিস্তর পঞ্চায়েত নির্বাচন। তার আগে তৃণমূলের বিরুদ্ধে ৯টি দল একত্রিত হয়েছে। তবে তাদের কোনও ভিত্তি নেই বলে এদিন জানান তৃণমূল সুপ্রিমো। পাহাড়কে ভাগ করার বিজেপির চক্রান্তের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, দার্জিলিং আলাদা হয়ে গেলে তারা খাবার পাবে কোথা থেকে! শিলিগুড়ি থেকেই তাদের কাছে রসদ পৌঁছয়। বাংলার সঙ্গে থাকলে সেখানকার ছেলেমেয়েরা অনেক বেশি সুযোগ সুবিধা পাবে বলে মত মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন- মা বোনদের কেন্দ্রীয় বাহিনীর সামনে রুখে দাঁড়ানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর