রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election) যত এগিয়ে আসছে, ততই বাড়ছে বিরোধী সন্ত্রাস। কোথাও বিজেপি (BJP) তো কোথাও সিপিএম (CPIM), আবার কোথাও কংগ্রেস (Congress), আক্রমণ করছে তৃণমূলের (TMC) উপর। জলপাইগুড়ির ময়নাগুড়িতে তৃণমূল অঞ্চল সভাপতির পায়ে হাঁসুয়ার কোপ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের।

তৃণমূল অঞ্চল সভাপতি আরফত হোসেনের পায়ে হাঁসুয়া দিয়ে কোপ মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি (Maynaguri) ব্লকের সাপ্টিবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। অন্যদিকে তৃণমূলের আরও এক কর্মীকে লোহার রড দিয়ে আঘাত করার অভিযোগ। তাঁর নাম হিরেশ্বর রায়। বর্তমানে তিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাপ্টিবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

অন্যদিকে, কোচবিহারের (Coochbehar) শীতলকুচিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর উপর হামলার অভিযোগ। শীতলকুচির ২৮২ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী তার্জিনা বিবির উপর হামলা হয়। এই ঘটনার প্রতিবাদে আজ, বুধবার দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শীতলকুচি বড়মরিচা বাজারে সিতাই-মাথাভাঙ্গা সড়ক অবরোধ করল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।











































































































































