সুমন করাতি, হুগলি
মেয়ে মারা গেছে দিন তিনেক আগে, কিন্তু বয়স্কা মা সেটা মেনে নিতে পারেননি। রবিনসন স্ট্রিটের ছায়া এবার হুগলি জেলার আরামবাগে(Arambagh, Hooghly)। মেয়ের মৃতদেহের সঙ্গেই তিন দিন কাটালেন ৮৫ বছরের মহিলা। আরামবাগের গৌরহাটি এলাকার(Gourhati area) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতার নাম মাধুরী দত্ত, মা গীতা দত্তের সঙ্গেই থাকতেন তিনি। স্থানীয় সূত্রে খবর মাধুরী বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মায়ের শরীরও অবশ্য খুব একটা সুস্থ নয়। রোগের কারণে মৃত্যু হয় মাধবীর। কিন্তু বয়স্কা মা, এটা মেনে নিতে পারেননি। ৭২ ঘণ্টা ধরে মেয়ের মৃতদেহের সঙ্গেই ছিলেন গীতা। এরপর এলাকায় দুর্গন্ধ ছড়ালে পাড়ার লোকের সন্দেহ বাড়তে থাকে। প্রথমে ব্যাপারটাকে গুরুত্ব না দিলেও পড়ে এলাকার মানুষ গীতা দত্তের বাড়িতে গিয়ে আসল ঘটনা বুঝতে পারেন। স্থানীয়রা প্রাথমিকভাবে আরামবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। জানা গেছে মাধুরী ও তাঁর মা আলাদা একটি মাটির বাড়িতে থাকতেন। মৃতার মায়ের মানসিক অবস্থাও পরীক্ষা করে দেখা হচ্ছে।