মার্কিন নাগরিকদের চিনে প্রবেশে নিষে*ধাজ্ঞা !

0
2

এবার আর চাইলেও চিন সফর (China Tour) করতে পারবেন না মার্কিন নাগরিকরা (American Citizen)। সফরের আগেই হুঁশিয়ারি দিল আমেরিকা সরকার (USA Government)। বিদেশ দফতর জানিয়েছে জিনপিং-এর দেশে গেলে আমেরিকার নাগরিকদের গ্রেফতার করা হতে পারে বলে প্রশাসনের আশঙ্কা। যদিও নির্দেশিকা এর আগেও ছিল, তবে এবার তা আরও জোরদার করা হয়েছে বলে খবর।

জুন মাসেই আমেরিকা সফরে গিয়েছিলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন (Antony Blinken)। এমনিতেই আমেরিকা চিন দ্বিপাক্ষিক সম্পর্কে প্রবল টানাপোড়েনের মধ্যেই এই সফর হয়েছিল। এই সফর চলাকালীনই চিনে বন্দি মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়টি নিয়েও আলোচনা হয়। আমেরিকা ও চিন-দুই দেশেরই দাবি ছিল, জটিলতা কাটিয়ে ফের স্বাভাবিক হয়ে উঠেছে দ্বিপাক্ষিক সম্পর্ক। তার মধ্যেই এমন ঘোষণা আমেরিকার। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র বলেছেন, দমনমূলক আইন কঠোরভাবে ব্যবহার করা হয় চিনে। সেক্ষেত্রে এই আইনের কোপে পড়তে হতে পারে আমেরিকার নাগরিকদের। তাই সব পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। খুব জরুরি প্রয়োজনে অবশ্য চিনে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে। কিন্তু সেক্ষেত্রে বাড়তি সতর্কতা গ্রহণ করা দরকার। কারণ বেআইনি ভাবেই দীর্ঘদিনের জন্য USA নাগরিকদের আটকে রাখতে পারে চিন প্রশাসন বলেই আশঙ্কা বাড়ছে ।