শারদীয়া সংবাদ দর্পণ -এর প্রচ্ছদের আত্মপ্রকাশ

0
1

কয়েক মাস পরেই পুজো। এখন থেকেই শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। এই পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নানান জিনিসের সলতে পাকানো।

এই আবহে শারদীয়া সংবাদ দর্পণ -এর প্রচ্ছদের আত্মপ্রকাশ হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাহনগর রামকৃষ্ণ মিশনের মধু মহারাজ,দমদম লোকসভার সাংসদ সৌগত রায়,বরাহনগর বিধানসভার বিধায়ক ও উপমুখ্যসচেতক তাপস রায়,বরাহনগর উপপুরপ্রধান দিলীপ নারায়ণ বসু,পৌরপারিষদ সদস্য ও ন’পাড়া দাদাভাই সংঘের মুখ্য সংগঠক অঞ্জন পাল, বরাহনগর থানার অফিসার ইন চার্জ দেবাশিষ পাহাড়ি,সংবাদ দর্পণ-এর সম্পাদক সৌরভ দত্ত সহ বরাহনগর পুরসভার পৌরপ্রতিনিধিরা।
পুজো সংক্রান্ত নানান খবরের পাশাপাশি, দুর্গাপুজো উপলক্ষে সাহিত্য সৃষ্টির নতুন নতুন উপকরণের সম্ভার মিলবে এই সংকলনে।