বিদেশের মাটিতে পাঠান (Pathan) খানের অস্ত্রপচার, খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বাড়ল অনুরাগীদের। বিটাউন সূত্রে খবর বিদেশে আগামী ছবির শুটিং করছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন আচমকা আহত হন বলি বাদশা। তড়িঘড়ি লস অ্যাঞ্জেলেসের(Los Angeles) হাসপাতালে তাঁর অপারেশন (Operation) করা হয়। আপাতত তিনি সুস্থ আছেন।

বলি তারকারা ইদানিং কালে বডি ডাবল ব্যবহারের ইচ্ছে থেকে অনেকটাই সরে এসেছেন। বড় ঝুঁকির কিছু না থাকলে মারামারির দৃশ্যে নিজেরাই অভিনয় করতে পছন্দ করেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান (SRK)। ৫৭ তেও ভেল্কি দেখিয়েছেন ‘ পাঠান ‘ সিনেমায়। পরবর্তী ছবিও অ্যাকশনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তার শুটিং চলাকালীন আমেরিকায় আহত হন এসআরকে(SRK)। নাকে চোট পান তিনি। রক্তক্ষরণের মাত্রা এত বেশী ছিল যে তা দেখে সেট থেকে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকেরা অপারেশনের সিদ্ধান্ত নেন। এরপর নাকে ব্যান্ডেজ করে হাসপাতাল থেকে বেরতে দেখা যায় কিং খানকে। আপাতত দেশে ফিরে নিজের মন্নতে (Mannat)আছেন শাহরুখ। আগামী কয়েকদিন ডাক্তারের পরামর্শ মেনে বিশ্রামে থাকতে হবে তাঁকে।






 
 
 
 

































































































































