আজ ফের পঞ্চায়েত ভোটের প্রচারে সায়নী

0
1

নিয়োগ মামলার তদন্তে গত সপ্তাহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন তৃণমূল যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। সল্টলেক সিজিও কমপ্লেক্সে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল তাঁকে। আগামিকাল, বুধবার ফের তাঁকে তলব করেছে ইডি। কিন্তু পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার থেকে ফোকাস সরাচ্ছেন না সায়নী।

আরও পড়ুন:ফের সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে হা.মলা. দাউ দাউ করে জ্বলে উঠল ভবনের একাংশ

মাঝে কিছুদিন প্রচার থেকে দূরে থাকলেও আজ, ফের স্বমহিমায় প্রচারে নামছেন তিনি। পঞ্চায়েত ভোট প্রচারের শেষলগ্নে এদিন কাটোয়ায় জনসংযোগ সারবেন সায়নী। তৃণমূলের তরফে প্রচারকদের সম্প্রতি যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে সায়নীর নাম রয়েছে।

মাঝে কিছুদিন পঞ্চায়েত ভোটের প্রচার তালিকার বাইরে রাখা হয়েছিল সায়নীকে। যার জেরে এই জল্পনাও উসকে উঠেছিল, তবে কি দল যুবসভানেত্রীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে? কিন্তু সব জল্পনা উড়িয়ে আজ, মঙ্গলবার থেকে ফের প্রচারে ফিরছেন সায়নী। কাটোয়া ১ ও ২ নং ব্লক এলাকায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সারবেন সায়নী।