সাফ কাপ চ‍্যাম্পিয়ন ভারত, টাইব্রেকারে কুয়েতকে হারাল ৪-৫ গোলে

0
1

সাফ কাপ চ‍্যাম্পিয়ন ভারত। এদিন ফাইনালে টাইব্রেকারে কুয়েতকে হারাল ৪-৫ গোলে। টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্স ভারত গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর।

ম‍্যাচে এদিন শুরুটা ভালো করলেও, ম‍্যাচের ১৫ মিনিটে গোল খেয়ে যায় ইগর স্টিম‍্যাচের দল। কুয়েতের হয়ে গোলটি করেন আল খালিদ।  এরপরই পাল্টা আক্রমণে ঝাপায় টিম ইন্ডিয়া। ১৯ মিনিটে সুনীলের শট আটকে দেন কুয়েতের গোলরক্ষক। ম‍্যাচের ৩৮ মিনিটে সমতা ফেরায় ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সমতায় ফেরান লালিয়ানজুয়ালা ছাঙতে। ৩৮ মিনিটে সাহাল সামাদ একা বল নিয়ে অনেকটা উঠে পাশ দেন সুনীলকে। তিনি আবার বল ফিরিয়ে দেন সাহালকে। তিনি বল সাজিয়ে দেন ফাঁকায় থাকা ছাঙতেকে। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি দু’দল। যার জন‍্য প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

 

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই।  দ্বিতীয়ার্ধে দুই দলই ম্যাচের রাশ ধরার চেষ্টা করছে। কিন্তু কোনও দলই সেভাবে সফল হয়নি। ম্যাচের ৬২ মিনিটে ফর গোল করার সুযোগ পেয়ে যান ছাংতে। কিন্তু কুয়েতের বক্সে পৌঁছে গেলেও গোল করতে সফল হননি তিনি। এরপর বেশ কয়েকটি পরিবর্তন করে ভারতীয় দল। অনিরুদ্ধ থাপার জায়গায় আসেন মহেশ সিং। অন্যদিকে আশিক কুরুনিয়ানের জায়গায় মাঠে নামেন রোহিত কুমার। তবে এরপর আক্রমণে গেলে নির্ধারিত সময় পযর্ন্ত ফলাফল না আসায় ম‍্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। তবে শেষমেশ এক্সট্রা টাইমেও ম‍্যাচের ফলাফল থাকে ১-১। যার ফলে ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ৪-৫ গোলে ম‍্যাচ জেতে ভারতীয় দল।

আরও পড়ুন:আগামিকাল কলকাতা লিগের অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান