হাইকোর্টে বসেই চাকরি বিক্রির অভিযোগ! চাকরি দেওয়ার নাম করে ১ লক্ষ ২৫ হাজার টাকা চাওয়ার অভিযোগে হাইকোর্টেরই এক কর্মীকে নিজের এজলাসে ডেপুটি শেরিফের হাতে তুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশ দিলেন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করার। এবং পুলিশি তদন্তের পরে প্রয়োজনে তাঁকে গ্রেফতার করার।
মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে অভিযোগটি জানান ২০০৯ সালে পরীক্ষায় বসা এক দৃষ্টিহীন প্রার্থী। বেহালার বাসিন্দা হরেকৃষ্ণ রণজিতের অভিযোগ, স্বপন জানা নামে হাইকোর্টের ওই কর্মী দ্রুত মামলা তুলিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে দু’দফায় মোট ৪৫ হাজার টাকা নিয়েছেন তাঁর কাছ থেকে। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন- সৌদি থেকে মনোনয়ন সন্দেহ.জনক, মন্তব্য অমৃতা সিনহার