এক বছরে পা দিল থিজম বেলগাছিয়া

0
7

এক বছর পূর্ণ হল দেশের প্রথম হেলথ স্টেশন থিজম বেলগাছিয়ার। কলকাতা মেট্রো রেল এবং থিজম ডায়াগোনেস্টিকস এর যৌথ প্রয়াস এই হেলথ স্টেশন। এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল ফ্রি মেডিকেল ক্যাম্প।‘হেলথ অন দ্যা গো’- এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার এই প্রয়াসে সামিল হয়েছিল মেট্রো রেল এবং থিজম ডায়াগোনেস্টিকস।