হাতে আর কয়েকটা দিন। শনিবার রাজ্যে হাইভোল্টেজ পঞ্চায়েত নির্বাচন। হাইভোল্টেজ পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য জেলায় জেলায় রোড-শো, জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সোমবার দুপুরে পুরুলিয়ার বাঘমুন্ডির কালিমাটি ভবানীবালা আদিবাসী বিদ্যাপীঠ গ্রাউন্ডে সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সভার আগের দিন অর্থাৎ রবিবার রাতে সেই সভাস্থল থেকেই উদ্ধার হল একটি বিশাল মাপের তলোয়ার। এলাকায় ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করতেই বিজেপির এই ষড়যন্ত্র বলে অভিযোগ তৃণমূলের। অভিষেকের সভা ঘিরে নিরাপত্তা সুনিশ্চিত করতেই নজরদারি চলছিল, আর তাতেই মেলে বেশ বড়ো আকৃতির একটি তলোয়ার।
তৃণমূলের তরফে দাবি, আতঙ্ক ছড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানোর ঘৃণ্য ষড়যন্ত্র করছে বিজেপি। গেরুয়া শিবিরের এইসব ষড়যন্ত্র, সন্ত্রাস, আতঙ্ককে পাত্তা না দিয়ে সোমবার বিপুল জলসমাগম হবে অভিষেকের সভায়। এর আগেও নবজোয়ার যাত্রার সময় এজেন্সি লাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। কিন্তু যত ইডি, সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করছে ততই তাঁর জনসমর্থন বাড়ছে। বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়ে যাচ্ছে বাংলার মানুষের সামনে।
নবজোয়ার যাত্রা থেকে পঞ্চায়েত নির্বাচনের সভা বা রোড শো, যেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকেছেন সেখানেই উপচে পড়ছে মানুষের ভিড়। পুরুলিয়াতেও তার অন্যথা হবেনা বলে দাবি শাসকদলের। সোমবার পুরুলিয়ায় সভার পর বাঁকুড়ার রাইপুরে রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও পড়ুন- সমালোচনার মুখে এবার আ.ক্রান্ত তৃণমূল কর্মী-পরিবারের খোঁজ নিলেন রাজপাল