শহরে মার্টিনেজ, কলকাতা সফরে আর্জেন্তেনীয় গোলরক্ষকের পাতে পড়বে কী কী?

0
1

সোমবার বিকেলে কলকাতায় পা রেখেছেন এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশে কয়েক ঘন্টা সফরের পর, শহর কলকাতায় পা রাখেন আর্জেন্তাইন গোলরক্ষক। সোমবার হোটেলেই বিশ্রাম নেবেন তিনি। এদিন তেমন কোন কর্মসূচি নেই এমির। তবে মঙ্গলবার রয়েছে ঠাসা সূচি বিশ্বসেরা গোলরক্ষককের। কলকাতা বাংলার শহর, বাঙালির শহর, খাওয়া দাওয়ার শহর। বাঙালিরা খেতে দারুণ ভালবাসেন। আর এদিক থেকে আর্জেন্তিনার সঙ্গে দারুণ মিল রয়েছে বাংলার। সূত্রের খবর, মার্টিনেজ কলকাতা সফরে এসে বাঙালি খাবারই খাবেন।

জানা যাচ্ছে, মার্টিনেজের খাওয়ারের তালিকায় থাকবে আলু পোস্ত, চিতল মাছের মুইঠ্যা। থাকবে ইলিশ মাছের পাতুরি, থাকবে ডাব চিংড়িও। ঝাল যাতে বেশি না লাগে সে জন্য লঙ্কার বিজও ফেলে দেওয়া হবে। সর্ষেও কিছুটা কম দেওয়া হবে তাঁর রান্নায়। সঙ্গে তিল যোগ করা হবে। এছাড়াও থাকছে তরমুজ ও ফেটা সিডের স্যালাড। পোলাও, মাংসের টার্ট, লিচু ও কাঁচা লঙ্কার পায়েস, রসগোল্লা ও আমের সন্দেশ।

দীর্ঘ বিমানযাত্রার কারণে, ক্লান্ত আর্জেন্তিনার গোলরক্ষক। তাই সোমবার বিশ্রাম নেবেন তিনি। মঙ্গলবার কলকাতা জুড়ে প্রচুর অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। মঙ্গলবার দুপুরে আয়োজকদের তরফে মিলনমেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। তারপর বিকেলে যাবেন মোহনবাগান ক্লাবে। লিওনেল মেসির সতীর্থকে স্বাগত জানাতে আয়োজনের ত্রুটি রাখছে না শতাব্দীপ্রাচীন ক্লাব। নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য হতে যাচ্ছে, এমিকে ‘মোহনবাগান রত্ন’ স্মারক দিয়ে সংবর্ধনা। মোহনবাগানে পেলে-মারাদোনা-সোবার্স গেট উদ্বোধন করবেন এমি।

আরও পড়ুন:শহরে পা রাখলেন আর্জেন্তাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ