আগামী সপ্তাহেই ইংল্যান্ড (England) সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। হোয়াইট হাউসের (White House) তরফে বিবৃতি প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতেই বাইডেনের এই সফর বলে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এই সফরে রাজ্যাভিষেকের পর এই প্রথমবার রাজা তৃতীয় চার্লসের (King Charles iii) সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) সঙ্গেও একান্ত আলাপচারিতায় বসার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। কয়েকদিন আগেই মার্কিন সফরে গিয়েছিলেন ঋষি সুনক। আর তারপর এবার ইংল্যান্ড সফরে মার্কিন প্রেসিডেন্ট। জানা গিয়েছে, আগামী ৯ জুলাই ব্রিটেনে পৌঁছবেন মার্কিন প্রেসিডেন্ট।
এরপর আগামী ১০ জুলাই রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জো বাইডেন। কিন্তু সেই অনুষ্ঠানে বিশেষ কারণে আসতে পারেননি তিনি। তবে আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন অবশ্য সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাই রাজা হওয়ার পর এই প্রথমবার ব্রিটিশ সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করতে চলেছেন মার্কিন রাষ্ট্রপ্রধান। এদিকে রাজার সঙ্গে দেখা করার পরই ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনকের সঙ্গে বৈঠক করবেন বাইডেন।
চলতি বছরের শুরুর দিকেই হোয়াইট হাউসে বৈঠকে বসেন বাইডেন ও সুনক। সেই বৈঠকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা-অসুবিধা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। তবে ব্রিটেন সফরে দুই নেতার মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে তা নিয়ে এখনও স্পষ্ট নয়।