উত্তরবঙ্গ থেকে ট্রেনে শিয়ালদহে ফিরেই বাসন্তীর পথে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

0
1

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে অতিসক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। রাজ্যপাল নয়, বরং তিনি বিজেপি ক্যাডারের মতো আচরণ করছেন। সরকার বিরোধী কথাবার্তা বলে বিরোধীদের অক্সিজেন দিচ্ছেন রাজ্যপাল। এদিক-ওদিক ছোটাছুটি করছেন। থামার কোনও লক্ষ্যণ নেই।

আজ, সোমবার সকালে উত্তরবঙ্গ থেকে কলকাতা পৌঁছান রাজ্যপাল সিবভি আনন্দ বোস। পদাতিক এক্সপ্রেসে কলকাতা আসেন তিনি। শিয়ালদহ স্টেশনে পৌঁছে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি। এরপরে শিয়ালদহ থেকে সরাসরি তাঁর কনভয় বেরিয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর উদ্দেশ্যে। জানা গিয়েছে, নিজেকে “নিরপেক্ষ” প্রমাণ করতে বাসন্তীতে মৃত তৃণমূল নেতার বাড়িতে যাবেন তিনি। প্রসঙ্গত, বাসন্তীতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। মাথায় গুলি লাগে ওই নেতার।

উল্লেখ্য, এর আগেই রাজ্যপাল জানিয়েছিলেন যে তিনি “গ্রাউন্ড জিরো” রাজ্যপাল। আর তাই যেখানেই অশান্তির খবর পাবেন সেখানেই ছুটে যাবেন। কোচবিহারের বিভিন্ন জায়গায় গিয়েছেন তিনি। এরপরে এখন গিয়েছেন বাসন্তী। জানা গিয়েছে এরপরে তিনি মুর্শিদাবাদেও যেতে পারেন আনন্দ বোস।

আরও পড়ুন:ফাটলের পর এবার ৬ ফুট বড় গর্ত যোশিমঠে!বিপর্য.য়ের আশ.ঙ্কায় তীর্থযাত্রীরা