নির্বাসন কাটিয়ে ফিরছেন দীপা, এশিয়ান গেমসের ট্রায়ালে নামবেন তিনি

0
1

নির্বাসন কাটিয়ে এশিয়ান গেমসের ট্রায়ালে ফিরছেন দীপা কর্মকার। গত ২১ মাস ধরে নির্বাসনে ছিলেন তিনি। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তার ওপর নেমে আসে নির্বাসনের খাড়া। অবশেষে সেই নির্বাসন শেষ হতে চলেছে ১০ জুলাই। তাই ১১ জুলাই থেকে হতে চলা এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেবেন তিনি।

এই নিয়ে এক সর্বভারতী সংবাদসংস্থাকে দীপা বলেন,” এটা নিশ্চিত যে আমি ট্রায়ালে অংশ নেব। আমি গত কয়েক মাস ধরে আগরতলায় প্রশিক্ষণ নিচ্ছি‌।” দীপার কোচ বিশ্বেশর নন্দী বলেন, “ও গত দুই তিন মাস ধরে নিজেকে তৈরি করছে। দীপার কাছে এখন প্রথম লক্ষ্য হল ট্রায়ালে ভালো করা।”

২০১৭ সালে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট লাগে দীপার। অস্ত্রোপচার করতে হয় তাঁকে।এরপর বেশ কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারেনি দীপা। তবে এরই মধ‍্যে নেমে আসে নির্বাসনের খাড়া। নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগে নির্বাসিত করা হয় তাঁকে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীপাকে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি দ্বারা ব্যান করা হয়। ২০২১ সালের ১১ অক্টোবরের একটি ডোপিং পরীক্ষায় দীপার শরীরে নিষিদ্ধ ড্রাগ পাওয়া যায়। অবশেষে সব সমস্যা কাটিয়ে ফের নিজের চেনা ছন্দে ফিরতে চলেছেন দীপা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস