মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কংগ্রেস কর্মীর উপর হা.মলার তদন্তে তৎপর পুলিশ! অভিযুক্তকে গ্রে.ফতার

0
1

মুর্শিদাবাদের সামশেরঞ্জে কংগ্রেস কর্মীর উপর গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আশরাফুল হক। তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন:১ টা বিজেপি রাজ্যে মহিলাদের ১০০০ টাকা দিক, সুকান্তকে চ্যালেঞ্জ অভিষেকের

রবিবার পঞ্চায়েত ভোটের প্রচার সেরে বাড়ি ফেরার পথে মুর্শিদাবাদের ৪ নম্বর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী আনারুল হককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত জেনে কংগ্রেস প্রার্থীকে গুলি করার জন্য তৃণমূলকেই দূষে কংগ্রেসের দাবি, বিধায়ক আমিরুলের উপস্থিতিতে হামলা চালানো হয়েছে। তাতেই গুলিবিদ্ধ হয়েছেন কংগ্রেস কর্মী আরিফ শেখ। যদিও এই ঘটনায় তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছে স্থানীয় নেতৃত্ব।
প্রসঙ্গত, রবিবার তৃণমূল বিধায়ককে ঘেরাও করে কংগ্রেসের নেতা কর্মীরা। তখনই গুলি চলার ঘটনা ঘটে। তাতেই গুলিবিদ্ধ হন কংগ্রেস কর্মী। তাঁকে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।