পঞ্চায়েত ভোটের আগে গতকাল, শেষ রবিবার সকাল থেকেই রাজনৈতিক উত্তাপ ছিল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লকে। রাজনৈতিক সংঘর্ষে চন্দ্রকোনার কৃষ্ণপুর এলাকায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গোটা ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। বন্ধ হয়ে য়ায় দোকানপাট। কড়া হাতে পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। আর সন্ধ্যা নামতেই বদলে গেল পরিবেশ। আইএসএফ এবং সিপিএমের ৬ প্রার্থী-সহ শতাধিক কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূলে।
আরও পড়ুন:প্রচার সেরে ফেরার পথে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বো.মা, গুরুতর আ.হত ৩, কাঠগড়ায় কংগ্রেস
কৃষ্ণপুরে ভগবন্তপুর-১ নম্বর অঞ্চল তৃণমূল কার্যালয়ে তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির হাত ধরে আইএসএফ ও সিপিএমের ৬ প্রার্থী সহ দুই দলের প্রায় শ’খানেক কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেন। তৃণমূলে যোগদানকারী আইএসএফ প্রার্থী নাজিরা বিবি বলেন, “একটা সময়ে আমরা তৃণমূলই করতাম। ভুল বুঝে অন্য দলের প্রার্থী হয়েছিলাম। তাই ফের তৃণমূলে ফিরে এসেছি।” সিপিএম প্রার্থী সাকিলা খাতুন বলেন, “দিদির উন্নয়ন দেখেই তৃণমূলে যোগ দিয়েছি। অনেকে মাথা খেয়েছিল। তাই ভয়ে সিপিএমের প্রার্থী হয়েছিলাম। এখন কোনও ভয় নেই। সবাই পাশে রয়েছে।”
যোগদানকারীদের মধ্যে রয়েছেন গ্রাম পঞ্চায়েতের একজন ও পঞ্চায়েত সমিতির ৫ প্রার্থী। ফলে আইএসএফ ও সিপিএম থেকে আসা প্রার্থীরা তৃণমূলে যোগদানের ফলে কৃষ্ণপুরের নির্বাচন বিরোধীশূন্য হয়ে পড়ল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.