১) বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে প্রথম দল হিসাবে বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেল শ্রীলঙ্কা। এদিন সুপার সিক্স পর্বে জিম্বাবোয়েকে ৯ উইকেটে হারিয়ে সরাসরি মূলপর্বে খেলার টিকিট পাকা করল লঙ্কানরা।

২) আজ শহরে আসছেন আর্জেন্তাইন গোলরক্ষক এমিনিয়ানো মার্টিনেজ। আগামীকাল একাধিক কর্মসূচি বিশ্বকাপজয়ী গোলরক্ষকের। দুপুরে মিলনমেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। যাবেন মোহনবাগানেও।
৩) আগামী ১০ জুলাই কলকাতা লিগের অভিযান শুরু করার কথা ইস্টবেঙ্গল এফসির। তবে তার আগে বদলে যেতে পারে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের সূচি। পুলিশ নয়, সূত্রের খবর, ১৩ জুলাই রেনবো-র বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল।

৪) বিশ্বকাপে ভারত-পাকিস্তান নয়, সৌরভ গঙ্গোপাধ্যায় মুখিয়ে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। এই নিয়ে এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রচুর উত্তেজনা আছে। কিন্তু দীর্ঘদিন ধরে বিশ্বকাপে ভারত একতরফা ভাবে জিতছে।

৫) একদিনের বিশ্বকাপ খেলতে আসতে সরকারের দ্বারস্থ হল পিসিবি, পাক প্রধানমন্ত্রীকে চিঠি পাকিস্তান বোর্ডের। সরকারি ছাড়পত্র ছাড়া ভারতে খেলতে আসতে পারবে না বলে জানিয়েছে পিসিবি।
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ














































































































































