বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে প্রথম দল হিসাবে বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেল শ্রীলঙ্কা। এদিন সুপার সিক্স পর্বে জিম্বাবোয়েকে ৯ উইকেটে হারিয়ে সরাসরি মূলপর্বে খেলার টিকিট পাকা করল লঙ্কানরা। যোগ্যতা অর্জন পর্ব থেকে দু’টি দল খেলবে মূলপর্বে। তারমধ্যে একটি দল নিশ্চিত হয়ে গেল।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কানরা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬৫ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের হয়ে অর্ধশতরান করেন সিন উইলিয়ামস। ৫৬ রান করেন তিনি। ৩১ রান করেন সিকান্দর রাজা। লঙ্কানদের হয়ে চার উইকেটে নেন থিকসেনা। দিলশান মাদুশানঙ্কা নেন ৩ উইকেট। ২ উইকেট নেন পথিরানা। ১ টি উইকেট নেন শানাকা।
জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় লঙ্কানরা। সৌজন্যে পাথুম নিশানঙ্কা। ১০১ রানে অপরাজিত তিনি। ৩০ রান করেন কুরানারত্নে। ২৫ রান করেন কুশল মেন্ডিস। জিম্বাবোয়ের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছে রিচার্ড এনগারভা।
আরও পড়ুন:পিছিয়ে যেতে পারে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ, হতে পারে এই দিনে : সূত্র
















































































































































