ভোররাতে খড়্গপুর আইআইটিতে ভয়াবহ আগুন। পুড়ে ছাই ক্যাম্পসের কমন রুম। খবর পেতেই দমকলের দু’টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী করে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। যদিও দমকলের প্রাথমিক অনুমান,শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের আগে বাসন্তীতে তৃণমূল কর্মীকে গু.লি করে খু.ন
ঘড়ির কাঁটায় তখন প্রায় তিনটে। তখনও গভীর ঘুমে আচ্ছন্ন গোটা ক্যাম্পাস চত্বর। সেইসময় আচমকাই দাউদাউ করে লাল বাহাদুর শাস্ত্রী হলের কমনরুমে আগুন জ্বলে ওঠে। সেখানে ছাত্রদের বেডিং সমেত দাহ্য পদার্থ রাখা ছিল। তাই আগুন দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।খবর পেতেই ছুটে আসে দমকলবাহিনী। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা ক্যাম্পাস চত্বর ধোঁয়ায় ঢেকে যায়।প্রথমে খড়্গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। আগুনের গতিপ্রকৃতি আঁচ করে শালুয়া থেকে আরও একটি দমকলের ইঞ্জিন আনা হয়। যুদ্ধকালীন তৎপরতায় চলতে থাকে আগুন নেভানোর কাজ। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
২০২১ সালেও ক্যাম্পাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল। তা ছড়িয়ে পড়েছিল ক্যাম্পাসের বড় অংশে। সেই সময়ও আইআইটির অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল।এবার বিশ্বমানের এই বিশ্ববিদ্যালয়ে ফের আগুন লাগার ঘটনায় অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.