১) সাফ কাপের ফাইনালে ভারত। এদিন সেমিফাইনালে টাইব্রেকারে লেবাননকে ৪-২ গোলে হারায় সুনীল ছেত্রীর দল। ম্যাচে দুরন্ত পারফরম্যান্স গুরপ্রীত সিং সান্ধুর। টাইব্রেকারে তাঁর দুরন্ত হাতই ভারতকে পৌঁছে দিল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সাফ কাপের ফাইনালে ভারতের মুখোমুখি কুয়েত।

২) শুরু হয়ে গিয়েছে কলকাতা লিগ। তবে কলকাতার ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে মরশুমের প্রথম ডার্বির জন্য। আর সূত্রের খবর, আগস্ট মাসে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস। তবে কলকাতা লিগে নয়, ডুরান্ড কাপে মুখোমুখি হতে চলেছে তারা।
৩) মার্টিনেজ ম্যানিয়া, মাত্র দু’ঘন্টায় শেষ সব টিকিট, জানাল মোহনবাগান। ৪ জুলাই সবুজ মেরুন ক্লাবে আসছেন মার্টিনেজ। বিকেল ৪:৩০ সময় এমি আসবেন সবুজ-মেরুন ক্লাবে। বাগানের তরফ থেকে বলা হয়, টিকিটের চাহিদা এতোটাই বেশি হয়ে যে মাত্র ২ ঘন্টায় শেষ হয়ে যায় সাধারণ সমর্থকদের জন্য থাকা সকল টিকিট।

৪) বিশ্বকাপে পাকিস্তান দল ভারতে খেলতে আসবে কিনা তা নির্ভর করছে নিরাপত্তা ব্যবস্থার ওপর। আর এবার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ভারতে আসছে পাকিস্তানের প্রতিনিধি দল। সূত্রের খবর, যেই যেই মাঠে পাকিস্তানের ম্যাচ রয়েছে সেই পাঁচটি মাঠে যাবেন তাঁরা।

৫) ফের একবার ডায়মন্ড লিগে সেরা নীরজ চোপড়া। শুক্রবার রাতে ভারতকে আবারও বিশ্বসেরা করলেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী জ্যাভেলিন থ্রোয়ার। চোট সারিয়ে ফিরে এসে আবারও শীর্ষে নীরজ।
আরও পড়ুন:সাফ কাপের ফাইনালে ভারত, টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্স গুরপ্রীতের














































































































































