মোদি জমানায় পছন্দের মানুষের মেয়াদ বৃদ্ধির ঘটনা নতুন নয়। সেই ধারা অব্যাহত রেখে এবার কেন্দ্রের সলিসিটার জেনারেল পদে তুষার মেহতার (Tushar Mehta) মেয়াদ বাড়াল মোদি সরকার(Modi Govt)। আরও ৩ বছরের জন্য এই পদে রাখা হচ্ছে তুষার মেহেতাকে। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রিসভার(Central Ministry) অনুমতিতে মেয়াদ বাড়ানো হয়েছে, অতিরিক্ত সলিসিটর জেনারেল বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায়, বলবীর সিং, কেএম নটরাজ, এসভি রাজু, এন ভেঙ্কটরমন এবং ঐশ্বর্য ভারতীর।
২০১৮ সালের ১০ অক্টোবর সলিসিটার জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন তুষার মেহেতা। প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় থাকা গুজরাটের বাসিন্দা আইনজীবীর কার্যকালের মেয়াদ এই নিয়ে ২ বার বাড়ানো হল। শুক্রবার মন্ত্রীসভার বৈঠকের পর নতুন করে তিন বছর মেয়াদ বাড়ানো হল তুষারের। এইসঙ্গে ছয় অতিরিক্ত সলিসিটর জেনারেলেরও মেয়াদ বাড়ানো হয়েছে। তবে মেয়াদ বাড়ানো হয়নি অতিরিক্ত সলিসিটর জেনারেল মাধবী গোরাদিয়া দিভান এবং সঞ্জয় জৈনের। যাঁদের মেয়াদ শুক্রবার শেষ হয়েছে। বৃহস্পতিবার মেয়াদ শেষ হয়েছে জয়ন্ত কে সুদেরও। তাঁর মেয়াদও বাড়ানো হয়নি এই পর্যায়ে।
উল্লেখ্য, গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে আইনের পাঠ নেন তুষার মেহতা। ২০০৭ সালে ৪২ বছর বয়সে গুজরাট হাই কোর্টের সিনিয়র আইনজীবী হন। ২০১৪ সালে অতিরিক্ত সলিসিটর জেনারেল নিযুক্ত হন তিনি। ২০১৮ সালে সলিসিটর জেনারেল পদে নিয়োগ করা হয় তুষারকে। এর পর পর্যায়ক্রমে তিন বার মেয়াদ বাড়ানো হল তাঁর।